মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

‘গণতন্ত্র প্রতিষ্ঠায়’ রাজনৈতিক দল গঠন করল সৌদির নির্বাসিতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি থেকে নির্বাসিত হয়ে একাধিক দেশে বসবাসরত ভিন্ন মতালম্বীরা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটিতে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরাও।

আলজাজিরা জানিয়েছে, সৌদি রাজনৈতিক দলটির নাম ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শাসনামলে এ প্রথম কোনো বিরোধী দল গঠন হলো।

পুরোপুরি রাজতন্ত্র শাসিত সৌদি আরব কোনো বিরোধী দলের অস্তিত্বকে বরদাশত করে না। এর মধ্যে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে মত প্রকাশের স্বাধীনতা আরও বেশি খর্ব হয়েছে। এর মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতারোহনের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির ঘোষণা দেন নির্বাসিতরা।এদিন এক বিবৃতিতে সদ্য গঠিত সৌদি বিরোধী দলটি জানায়, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির ঘোষণা দিচ্ছি, যার লক্ষ্য সৌদি আরবে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা।

রাজনৈতিক দলটির শীর্ষে আছে লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি, ধর্মীয় ব্যক্তিত্ব মাদাবি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্র ভিত্তিক সৌদি সংগঠক আব্দুল্লাহ আলাউদ, কানাডা ভিত্তিক সৌদি সংগঠক ওমর আব্দুলআজিজসহ আরও অনেকে।

এর আগে ২০০৭ ও ২০১১ সালে উপসাগরীয় দেশটিতে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা দেখা দিয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাকে রুখে দেয় সৌদি সরকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

তবে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক পরিবারের সামনে একেবারেই দুর্বল মনে হলেও করোনাকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠনের বিষয়টি সৌদি সরকারের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হিসেবেই ধরা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ