বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তা জানান, ‘দু’টি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।’ নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।

বর্ষা মৌসুমে নেপালের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় সাধারণত ভূমিধস হয়ে থাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, এ বছর বর্ষাজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫১ জনে পৌঁছেছে এবং ৮৫ জন নিখোঁজ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ