বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


আফগানিস্তানের অচলাবস্থা নিরসনে দুই নেতার শান্তি চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ শান্তি চুক্তিতে সই করেছেন।

এই চুক্তি অনুযায়ী আশরাফ ঘানি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধানের দায়িত্ব পালন করবেন। এছাড়া মন্ত্রিসভায় দুই নেতার সমান অংশীদারিত্ব থাকবে। তালেবানসহ সব পক্ষের সঙ্গে শান্তি প্রক্রিয়ার তদারকির দায়িত্ব শান্তি বিষয়ক উচ্চ পরিষদের হাতে থাকবে এবং বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদল এই পরিষদের কাছে জবাবদিহি করবে।

দেশটিতে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয় ১৮ ফেব্রুয়ারি। এতে আশরাফ ঘানিকে বিজয়ী ঘোষণা করলে ফলাফল প্রত্যাখ্যান করেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। পরে নিজেকে বিজয়ী প্রেসিডেন্ট দাবি করেন তিনি।

এরপর গত ৯ মার্চ এই দুই নেতার প্রত্যেকেই আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানে নতুন করে রাজনৈতিক সংকট তীব্র হয়|

গতকালের চুক্তির মধ্যদিয়ে আপাতত সে রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ