আওয়ার ইসলাম: করোনার কারণে লেবাননে সব দোকান বন্ধ আছে। তবে প্রশাসন ভাবছে ঈদ উপলক্ষ্যে দোকানগুলো খুলে দেবে। সোমবার এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আরব নিউজ।
জানা যায়, দীর্ঘ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দোকানীদের সাময়িক অর্থ উপার্জনের জন্য ঈদে দোকানগুলো খুলে দেয়ার বিষয়ে আগ্রহী লেবানন সরকার।
দেশটির ইকোনোমিক এ্যাসোসিয়েশনের প্রধান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ চৌচির বলেন, প্রশাসন মনে করে মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসবে দোকান খোলা হলে দোকানীদের আর্থিক দিক দিয়ে একটু সুবিধা হবে। লেবানন এই লকডাউনের কারণে অনেকগুলো অর্থনৈতিক বাধার সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়িক সমিতিগুলো এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে। জনগণের নিরাপত্তাকে তারাও প্রাধান্য দিচ্ছে। নিয়ম মেনে সবার জন্য যা ভালো হবে তাই করা হবে। মরণঘাতী করোনাভাইরাসে লেবাননে এখন পর্যন্ত ৯১১ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৬ জন।
-এটি