আওয়ার ইসলাম: ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দু ওয়েইর (৫৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে দেশটির রাজধানী তেল আবিবের উত্তরাঞ্চলের হার্জলিয়া এলাকার নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রলালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, দু ওয়েইর মৃত্যুর পর তার বাসভবনটি ঘিরে রেখেছে ইসরায়েলের পুলিশ বাহিনী। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
তবে চিকিৎসকদের বরাত ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানায়, ঘুমের মধ্যে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে চীনা রাষ্ট্রদূতের।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দু ওয়েই ইসরায়েলে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তারা চীনে বসাবাস করেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর অগে ইউক্রেনে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ।
-এটি