বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


নাইজার ও নাইজেরিয়া, দুই দেশে বোকো হারামের ৭৫ যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দুই প্রতিবেশী দেশ নাইজার ও নাইজেরিয়ায় দুটি বিরোধী অভিযানে বোকো হারামের প্রায় ৭৫ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ-পূর্ব নাইজারে সাহিল রাজ্যে এবং পার্শ্ববর্তী নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালিত হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজারের ডিফা শহরের দক্ষিণে সোমবার এক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়। একই দিন পার্শ্ববর্তী নাইজেরিয়ার ভূমিতে চাদ লেক অঞ্চলে ‘প্রায় ৫০ জন’ মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক একটি সন্ত্রাস বিরোধী বাহিনী কর্তৃক অভিযান দুটি চালানো হয়। তবে মৃত্যুর সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংগঠন বোকো হারাম পশ্চিমা শিক্ষা, সংস্কৃতির ঘোর বিরোধী সংগঠন। আফ্রিকার দেশগুলোতে অনেক দিন ধরে নানানভাবে তারা স্বাধীনতাকামী বলে দাবি করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ