আওয়ার ইসলাম: করোনা মোকাবিলায় ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনার চিকিৎসা সামগ্রী পাঠাতে শুরু করেছে তুরস্ক। ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরাইলকেও চিকিৎসা সরঞ্জাম দিতে যাচ্ছে এরদোয়ানের নেতৃত্বাধীন দেশটি।
তুরস্কের সরকারি গেজেটের বরাতে (১১ মে) দেশটির আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনের সঙ্গে হওয়া ১৪ এপ্রিলের চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ১ লাখ মাস্ক, ৪০ হাজার টেস্ট কিট, ২ টন হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস অন্য সব দেশের মতো ফিলিস্তিনের ওপর হানা দিয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছে এবং কতজন আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি।
-