বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মসজিদের ভিতর শত্রুর গুলিতে নিহত ফুটবলার আবদিওয়ালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে গিয়ে দুর্বৃত্তর গুলিতে নিহত হয়েছেন সোমালিয়ার সাবেক এক ফুটবলার। ওই গোলরক্ষকের নাম আবদিওয়ালি ওলাদ কানিয়ারি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিহত হন।

নামাজরত কানিয়ারিকে গুলি করে পালিয়ে যান অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক গোলরক্ষক কানিয়ারি।

সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৃহস্পতিবারের গুলিতেই মৃত্যু হয়েছে কানিয়ারির। যিনি বি গ্রেডের কোচিং লাইসেন্স নিয়ে ফেডারেশনেও কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১৫ মে জন্মগ্রহণ করেছিলেন সোমালিয়ান গোলরক্ষক কানিয়ারি। আগামী শুক্রবার তার ৪০তম জন্মদিন পালনের কথা ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

২০১৫ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে অসাধারণ এক ক্যারিয়ার পার করেছেন কানিয়ারি। ৩৯ বছর বয়সী এ সাবেক ফুটবলারের মৃত্যুতে ভেঙে পড়েছেন এসএফএফ প্রধান আবদিকনি সাঈদ আরব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ