আওয়ার ইসলাম: বৈরুতে জার্মানির রাষ্ট্রদূতের কাছে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার কারণ জানতে চেয়েছে লেবানন৷
গতকাল মঙ্গলবার লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়৷
গত সপ্তাহে লেবাননের শিয়াদেল সংগঠন হিজবুল্লাহকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করে জার্মান সরকার৷ এ খবরে সন্তোষ প্রকাশ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইহুদীদের সংগঠন৷
জার্মান সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ইরান৷ তারপর হিজবুল্লাহর পক্ষ থেকেও আসে প্রতিবাদ৷ ইরান সমর্থিত সংগঠনটি মনে করে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করেছে জার্মান সরকার৷
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিতি-কে উদ্ধৃত করে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ লেবাননের রাজনীতির প্রধান অংশ৷ লেবাননের জনগণের বিস্তৃত একটা অংশের প্রতিনিধিত্ব করা এ সংগঠন লেবাননের সংসদেরও অংশ৷
এমন একটি সংগঠনকে নিষিদ্ধ করার কারণ জানতে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর খবরও নিশ্চিত করা হয় বিবৃতিতে৷ ডয়েচে বেল।
-এটি