বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মিসরের বিখ্যাত কারি মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মিসরের বিখ্যাত কারি মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবি ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবির ভাগিনা আইনজীবী ইয়াসির আত তাবলাবি জানান, আমার মামা মঙ্গলবার পরিবারের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই ইফতারিতে অংশ নেন। কিন্তু এর একটু পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক এসে পরিক্ষা-নিরিক্ষার পরে মামাকে মৃত ঘোষণা করেন।

মিসরের কারি ও হাফেজদের মুখপাত্র মুহাম্মাদ আস সায়াতি জানান, স্বাভাবিকভাবেই মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবির ইন্তেকাল হয়েছে। তার মৃত্যুর সঙ্গে করোনার কোন সম্পর্ক নেই। তবে প্রাণঘাতি এই মহামারিতে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির কারণে তার জানাজায় বহিরাগত কেউ অংশগ্রহণ করবেনা, পরিবারের লোকজন এবং মিসরের বড় বড় কয়েকজন হাফেজ ও কারি তার কাফন-দাফনের ব্যবস্থা করবে।

মুহাম্মাদ আস সায়াতি জানান, বুধবার জোহরের পরে জানাজা শেষে মিসরের প্রধান এই কারিকে বাসাতিন প্রদেশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবি মাত্র ১০ বছর বয়সেই তাজবিদসহ পবিত্র কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করেন তিনি। অতঃপর বিগত ৬০ বছর যাবত কোরআন পাঠের আমন্ত্রণে ছুটে গিয়েছেন
বিশ্বের নানাপ্রান্তে। এভাবে আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন গোটা পৃথিবীর প্রসিদ্ধ ও স্বনামধন্য একজন কারি।

মহান এই মনীষী ১৯৩৪ সালের ১৪ নভেম্বর মিসরের জিজাহ জেলার মাইতে আকাবাহ অঞ্চলে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই অসাধারণ তিলাওয়াত প্রতিভা ও সুমধুর কন্ঠের জন্য মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। আল্লাহর কালামের এই খাদেম সবসময় বড় বড় সেমিনারে কোরআন তিলাওয়াত করতে পছন্দ করতেন। বিশ্বের অসংখ্য দেশের কোরআন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। লেবানন সরকার একবার তাকে বিশ্বের বিশেষ কারির মর্যাদায় ভূষিত করে পুরস্কৃত করেন। সূত্র: আল জাজিরা

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ