আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রাণঘাতী এই মহামারী মোকাবিলায় যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে।
বিবিসির বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মারা গেছে আরও ৪৭৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ হাজার ১৭ জন।
দক্ষিণ আমেরিকায় ব্রাজিলেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। প্রায় ৭২ হাজার মানুষ দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৯৪০ জন। তবে চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ রয়েছে।
করোনা মোকাবিলায় শুরু থেকেই ব্রাজিল সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে মতবিরোধে পদত্যাগ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে এমন দোহাই দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ ও জনগণকে ঘরে রাখতে নারাজ বোলসোনারো।
করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ২৮ হাজার।
-এটি