আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তুরস্কেও হু হু করে বাড়ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯২ জনের। তবে দেশটিতে সুস্থ হয়ে ফিরেছে সাড়ে ৩৮ হাজারেরও বেশি মানুষ।
এমন অবস্থায় ভিন্ন পথে হাটলো তুরস্ক। অন্যান্য দেশ পুরোপুরি লকডাউন করলেও সপ্তাহে চার দিন লকডাউন চালুর ঘোষণা দিয়েছে দেশটি।
তুরস্কের ৩১টি শহরে আগামী ১ মে থেকে নতুন বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যা আগামী ঈদুল ফিতর পরবর্তী ছুটির দিন পর্যন্ত বহাল থাকবে। খবর আল জাজিরা।
আংশিক লকডাইন চললেও সপ্তাহের চারদিন পুরোপুরি লকডাউন জারি থাকবে তুরস্কে। যা রমজানের শুরু থেকে শেষ অবধি বলবৎ থাকবে।
এরদোগান বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাসের চলমান সংকটাবস্থা তা এ আইন মেনে চলতে হবে। এসময় কিছুটা কষ্ট হলেও ভাইরাসমুক্ত হলে দ্বিগুণ আনন্দ হবে বলে আশা করা হচ্ছে।’
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘রমজানেই প্রায় ডজন খানেক দেশ থেকে প্রায় ২৫ হাজার নাগরিককে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে চলমান অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়েই ৪০ হাজার তুর্কিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’
এ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-এটি