বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মিসরীয়রা বাংলাদেশে খাবার পাচ্ছে না: আল জাজিরার প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছে একদল মিসরীয় নাগরিক। তাদের সঠিক সংখ্যাটা কতো তা এখনো জানা যায়নি। তবে তাদের সবার বয়স চল্লিশের কম।

গতকাল সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আটকে পড়া সবাই খাদ্য সংকটে রয়েছে, প্রয়োজন পূরণের মতো যথেষ্ট টাকাপয়সা তাদের হাতে নেই।

এদের একজন জানিয়েছেন, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাসের সামনে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন তারা, তাদের কোন সহায়তা করেনি দূতাবাস কতৃপক্ষ। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওবার্তায় সরাসরি মিসর সরকারের হস্তক্ষেপ কামনা করে সাহায্য চেয়েছেন তারা। একইসঙ্গে দাবি করেছেন, দেশে ফেরা এবং ফেরার পরে হোম কোয়ারেন্টিনের সম্পূর্ণ খরচাদি নিজেরাই বহন করবেন।

অন্য আরেকজন অভিযোগ করে বলেছেন, দূতাবাসে প্রবেশে তাদের মধ্য থেকে একজনকে অনুমতি দেয়া হলে তারা তা প্রত্যাখ্যান করে সকলেই প্রবেশের অনুমতি চান। কিন্তু এই ঘটনার পরে করোনার প্রাদুর্ভাবের অজুহাত এনে দূতাবাসের এক কর্মচারী তাদের সবার প্রবেশে বাধা দেন এবং কথা বলতে অস্বীকার করেন।

সূত্র: আল জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ