বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


করোনায় যেভাবে তারাবি আদায় করা হচ্ছে বায়তুল্লাহয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভাইরাসের বিস্তার রোধে হারামাইন শরিফাইনের প্রশাসনিক কর্তৃপক্ষ (হারামাইন জনারেল প্রেসিডেন্সি) মসজিদে হারামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যের নীতির উপর একটি প্রোটোকল বাস্তবায়ন শুরু করেছে।

মসজিদে হারাম ও বায়তুল্লাহর প্রাঙ্গণে তারাবি নামাজ চলাকালীন নামাজরত মুসল্লিদের একটি ছবি আল আরাবিয়া ডট নেট প্রকাশ করেছে। যেখানে নামাজরত মুসল্লিদের একে অপর থেকে দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের দৃশ্য দেখা যায়।

খাদেমুল হারামাইন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আস সৌদের নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সুপারিশ অনুসরণ করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তারাবীহ নামাজ পাঁচ সালাম (দশ রাকাত) এ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তাহাজ্জুদ নামাজে কুরআন খতম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারামাইন প্রেসিডেন্সির চেয়ারম্যান শায়েখ আব্দুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস বলেছেন, করোনা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় নামাজ ও তারাবীহ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। তিনি বলেন, হারামাইন শরিফাইনে তারাবীহর পরিবর্তে কেবল এশার নামাজ আদায় করা হবে এবং তারাবীহের পরিবর্তে তাহাজ্জুদ নামাজ আদায় করা হবে।

উর্দু ডট আল-আরাবিয়া ডট নেট অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরী
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ