সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

জুমার খুতবায় কালিমা পড়তে পড়তে খতিবের ইন্তেকাল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের একটি মসজিদে জুমার নামাজে খুতবা প্রদানের সময় কালিমা পড়তে পড়তে খতিবের ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গত শুক্রবার ( ৩১ জানুয়ারি) ৬৪ বছর বয়সী শায়খ আবুল আজম ত্বহা নামের ওই খতিব উপস্থিত মুসল্লিদের সামনে খুতবা পাঠরত অবস্থায়ই ইন্তেকাল করেন।

মিসরের ওররাক রাজ্যের গিজায় অবস্থিত মসজিদ আল হাবিবে দীর্ঘদিন যাবত খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সদ্যপ্রয়াত এই খতিব বিতগ প্রায় চল্লিশ বছর যাবত একজন সফল দাঈ হিসেবে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াতের কাজ করে মানুষের মাঝে ব্যপক জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইন্তেকালের মূহুর্তের একটি অডিওক্লিপ ভাইরাল হয়েছে- এতে শোনা যায়, কালিমা পড়তে পড়তে হঠাৎ তিনি নির্বাক হয়ে যান। মুসল্লিরা জানান, এরপরই মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা যায়, কালিমা পাঠ করার আগে শায়খ আবুল আজম ত্বহা পবিত্র কুরআনে কারিমের সূরা নিসার ৩৬ নাম্বার আয়াত পাঠ করেন- যার অর্থ: 'তোমরা আল্লাহর ইবাদত করো, আর তাঁর সঙ্গে কোনকিছু শরিক করো না'।

এই ঘটনার পরে শুক্রবার আসরের পরে অনুষ্ঠিত তার জানাজার নামাজে অসংখ্য মানুষের সমাগম ঘটে। সৌভাগ্যবান মানুষটিকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন।

শায়খ আবুল আজম ত্বহার পরিবার জানায়, ওইদিন পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন। প্রতিদিনের অভ্যাস মতো খুব ভোরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। ফজর আদায় করার পরে তিন পারা কুরআন শরিফ তেলাওয়াত করে পরিবারের সবার সঙ্গে সকালের নাশতা সারেন এবং জুমার প্রস্তুতির জন্য গোসল করে বাসা থেকে মসজিদে আসেন। অতঃপর তার ইন্তেকাল হয়।

শায়খ আবুল আজম ত্বহার ইন্তেকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা 'সৌভাগ্যের মৃত্যু' আখ্যা দিয়েছেন। তারা লিখেছেন, এরচেয়ে সুন্দর বিদায় আর নেই; জুম্মার দিনে, মসজিদের মিম্বরের ওপরে, একত্ববাদের কালিমা পড়তে পড়তে...

https://www.facebook.com/Haitham.Alheweny.Official.Page/videos/249265192723507/

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ