আওয়ার ইসলাম: অফিস কক্ষে ঢুকে ঢাকার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহকে পেটানোর অভিযোগ উঠেছে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রকৌশলী কবির উদ্দিন দোহার থানায় তাকে পেটানো ও অফিসের আসবাবপত্র ভাঙার অভিযোগ এনে একটি মামলা করেন।
অভিযোগে বলা হয়, গতকাল রোববার বিকেলে আমিনুল ইসলাম একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ নিয়ে প্রকৌশলী কবির উদ্দিন শাহর অফিস কক্ষে আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে আমিনুল ক্ষিপ্ত হয়ে ওই অফিসের দরজা বন্ধ করে দেন। এর পর আমিনুলের সঙ্গে আসা ৪/৫ জন মিলে কবির উদ্দিনকে পেটান। এ সময় তারা অফিসের ৯ হাজার টাকার আসবাবাপত্র নষ্ট করেন। তারা কবির উদ্দিনের প্রাণনাশের হুমকিও দেন।
এ বিষয়ে প্রকৌশলী কবির উদ্দিন শাহ বলেন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও তার সহযোগীরা তাকে মারধরের পাশাপাশি অফিস কক্ষের টেবিলের গ্লাস ও কিছু জিনিসপত্র ভেঙে ফেলেছে। ঘটনার পর গতকাল রোববার আমিনুল ইসলাম ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।
দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, কবির উদ্দিন শাহ তার কাছে কার্তিকপুরে একটি স্কুলের ভবনের ঢালাই কাজে মোটা অংকের ঘুষ দাবি করেন। ঘুষ দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে আমার সঙ্গে থাকা এক কর্মী তাকে ক্যালকুলেটর ছুড়ে মারে।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ প্রসঙ্গে বলেন, প্রকৌশলী কবির উদ্দিন শাহ এ বিষয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনা তদন্তের পর যারা জড়িত প্রমাণ হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এটি