সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


সিইসিকে পদত্যাগের আহ্বান জানাল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি কে এম নূরুল হুদাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সাক্ষাতে এ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

দুই সিটির নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ জানাতে শনিবার সন্ধায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সাথে সাক্ষাত করতে যান ইসলামী আন্দোলনের দুই প্রার্থী উত্তরের শেখ ফজলে বারী মাসউদ ও দক্ষিণের আলহাজ্ব আব্দুর রহমান।

মাওলানা গাজী আতাউর রহমান বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম ও এজেন্টদের মারধর সহ বের করে দেয়ার বিষয়ে মৌখিকভাবে অবহিত করেন এবং রিটার্নিং অফিসারের কাছে দেয়া অভিযোগপত্রের অনুলিপি সিইসিকে দেন।

তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা একদলীয় শাসন চালাতে চাইলে প্রহসনের নির্বাচন না করে বরং সকল রাজনৈতিক দল ব্যান্ড করে দিক।

এসময় সিইসি কেএম নূরুল হুদা বলেন, আপনাদের বক্তব্য শুনেছি আলহামদুলিল্লাহ, এখন আপনাদের লিখিত অভিযোগ থাকলে দিন। এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহ প্রচার সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, বরকতুল্লাহ লতীফ, শ্রমিক নেতা খলিলুর রহমান, হারুনুর রশিদ, মুফতী মোস্তফা কামাল, যুব নেতা মুফতী শরীফুল ইসলাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর