সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস আইজিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের আহত হওয়ায় ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, হামলার ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভোট কেন্দ্রে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছেন ভোটাররা এমন অভিযোগের বিষয়ে ড. জাবেদ পাটোয়ারী বলেন, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন কোথাও তেমন কিছু চোখে পড়েনি। কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। তবে কেউ যদি ভোট প্রদানে বাধা সৃষ্টি করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া আছে।

-এএ


সম্পর্কিত খবর