সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


ভোট ভালো হয়েছে, ৩০ শতাংশের বেশি হবে না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ভালো হয়েছে। তবে ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। আমরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যারা ভোট কেন্দ্রে গিয়েছেন তারা সবাই ভালো ভোট দিয়েছেন। কেউ ভোট দিতে পারেননি এমন অভিযোগ আমাদের কাছে আসেনি।

কাস্টিং ভোটের বিষয়ে তিনি বলেন, এখনও কত শতাংশ ভোট পড়েছে এটা জানা যায়নি। তবে আমার মনে হয় ৩০ শতাংশের বেশি হবে না, ৩০ শতাংশের নীচে হবে।

ইভিএমে ভোট প্রদান প্রসঙ্গে তিনি বলেন, কোনো ভোটার বলেননি যে, ইভিএম খারাপ, কেউ কেউ বলেছেন একটু সময় লেগেছে, কিছু জটিলতা আছে। ইভিএমে কখনও একজনের ভোট আরেকজন দিতে পারে না-এটা সম্ভব না।

তিনি বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে বিএনপি আওয়ামী লীগসহ সকল দলের এজেন্ট ছিল। আমার কাছে কেউ অভিযোগ করেনি যে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশনেও এমন অভিযোগ আসেনি।

আরএম/


সম্পর্কিত খবর