সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


ভোট বর্জন করলেন মেয়র প্রার্থী সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল কারচুপি ও প্রহসনের অভিযোগ তুলে চলমান সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গণফ্রন্ট থেকে মাছ মার্কা নিয়ে নির্বাচন করছিলেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর তোপখানা রোডের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

আব্দুস সামাদ বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নামে ডিজিটাল ভোট কারচুপি ও প্রহসন চলছে। আমি সকাল থেকে ৩০টি কেন্দ্র পরিদর্শন করে দেখলাম, আওয়ামী লীগ নেতাদের ঘোষণা মোতাবেক সকল কেন্দ্রের দখল নিয়ন্ত্রণ নিয়েছে তাদের নেতাকর্মীরা।’

তিনি বলেন, সামান্য যে কয়েকজন ভোটার কেন্দ্রে গেছেন তারাও কেউ ভোট দিতে পারছেন না। কারণ ইভিএম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এর আগে শনিবার সকাল ৮টা থেকে একযোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গণফ্রন্টের ওই প্রার্থী আরও বলেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে মনে হলো- ডিজিটাল ভোট ডাকাতির মহোৎসব চলছে। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অবস্থান নিয়ে আছে। আব্দুস সামাদ বলেন, তাই আমি এই নির্বাচন প্রত্যাখান করে সরে দাঁড়ালাম।

সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের মাঝে তেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, অনেক ভোটারের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলেও অভিযোগ উঠেছে।

-এটি


সম্পর্কিত খবর