সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


কাদেরের অবস্থার উন্নতি, বিশ্রামে থাকার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আজ শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু। তিনি বলেন, আজ বিকেলে ওবায়দুল কাদেরকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। বিএসএমএমইউ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে শুক্রবার বিকেলে বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান গণমাধ্যমকে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তার ব্লাড প্রেসার এখন প্রায় স্বাভাবিক (৮০/১৩০) রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসদের সঙ্গে কথা বলেছেন এবং তাকে দুই কাপ স্যুপও খাওয়ানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক উপলক্ষে সকাল ১০টার দিকে দলটির সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই সেখানে শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দলের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসেন।

-এএ


সম্পর্কিত খবর