মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৬৪: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে চলতি মাসের গোড়ার দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনা সংখ্যা আবারো বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আহত সেনা বৃদ্ধির বিষয়টি গত বৃহস্পতিবার প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

সূত্রমতে জানা যায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬৪ জন হয়েছে জানিয়ে পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল থমাস ক্যাম্পবেল বৃহস্পতিবার,‘মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের সেনাদের চিকিৎসা সংক্রান্ত সব খবর সময়ে সময়ে জনগণকে জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করে যাবে।’

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করে। এ নিয়ে চতুর্থবারের মতো ইরানি হামলায় আহত সেনার সংখ্যা বাড়াল পেন্টাগন। ‌১১ জন দিয়ে এ সংখ্যা ঘোষণা করা শুরু হয় এবং ৩৪ ও ৫০ হয়ে এখন তা ৬৪ জনে পৌঁছাল।

এ ছাড়া, হামলার দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়নি। পরে ১১ জনের আহত হওয়ার খবর প্রকাশিত হলে ট্রাম্প বলেছিলেন, তাদের সামান্য মাথাব্যথা হয়েছিল।

আমেরিকার পক্ষ থেকে আহত সেনার সংখ্যা বারবার বৃদ্ধি করার ফলে এখন জনমনে এ ধারনা প্রায় বদ্ধমূল হয়ে গেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে যা ওয়াশিংটন প্রকাশ করছে না।

ইরান গত ৮ জানুয়ারি ওই হামলা চালানোর পর বলেছিল তাদের হামলায় ৮০ মার্কিন সেনা নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছে। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান লেঃ জেনারেল কাসেম সোলাইমানির নিহতের বদলা নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সূত্র : পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ