আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। তার রিলিজ আজ অথবা কাল সকালে হতে পারে। তাই অসুস্থতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওবায়দুল কাদেরকে দেখতে যান আব্দুর রহমান। পরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, আগামীকাল যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনের মাঠে থাকার জন্য নেতাকর্মীদের আমার মাধ্যমে অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। তিনি আমাকে বলেছেন নেতাকর্মীদের বলে দিও ‘আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একটু বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব’।
আব্দুর রহমান বলেন, তার পক্ষে থেকে সব নেতাকর্মীদের আমি আহ্বান জানাবো; হাসপাতালে ভিড় না করে মাঠে থাকার জন্য, যেহেতু আগামীকাল সিটি নির্বাচন। আশা করছি, আজ না হলে কাল সকালে রিলিজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, ডাক্তারদের পরার্মশ অনুযায়ী তার সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম। তিনি এখন বিশ্রামে আছেন, আর বিশ্রামই হলো দ্রুত সুস্থ হওয়ার একমাত্র উপায়।
এর আগে বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আহসান বলেছেন, ওবায়দুল কাদেরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল তাই সমস্যা হয়েছে।
-এএ