মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

মা’য়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা আনোয়ার শাহ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি>

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়ার সিনিয়র সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. তার মা’য়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় পরিবারের সদস্যদের সম্মতিতে শোলাকিয়ায় পারিবারিক কবরস্থান বাগে জান্নাতে তাকে দাফন করা হয়।কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে মরহুমের ছোটছেলে আনযার শাহ তানিমের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে জানাজার নামাজপূর্ব শেষবারের মতো দেখতে লাখো জনতা ভিড় করেন শোলাকিয়া মাঠে। স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।

মরহুম আল্লামা আনোয়ার শাহ সাহেবের জানাজার নামাজে দেশের বিশিষ্ট আলেম আল্লামা শাহ আহমদ শফির ইমামতি করার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে বয়োবৃদ্ধ এ আলেম জানাজায় অংশ নিতে পারেননি।

জানাজা পূর্ব মাওলানা আনোয়ার শাহ স্মরণে বক্তব্যে দেশের শীর্ষ আলেমরা বলেন, মাওলানা আনোয়ার শাহ সারাজীবন দীনের ওপর অবিচল থেকেছেন। কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন।

বক্তব্য রাখেন মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নূর হোসেন কাসেমী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জি, মাওলানা আঃ কুদ্দুস, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মাওলানা উবাউদুর রহমান খান নদভী, মাওলানা আবদুল লতিফ নিজামী।

মাওলানা মুছলেহ উদ্দীন রাজু, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা লুৎফর রহমান,, মাওলানা আঃ আজীজ, মাওলানা সাঈদ মিজানুর রহমান (বায়তুল মুকাররাম), মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা কাসেম, মাওলানা ফয়সাল,  মুফতি নুরুল আমীন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবদুল হক প্রমুখ।

এর আগে বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন।

তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ