আওয়ার ইসলাম: ভারতের কেরালা রাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত এক শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরো ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটে জানিয়েছে, কেরালার এক অধিবাসীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে হাসপাতালে পৃথক অবস্থায় রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওই শিক্ষার্থী ছাড়াও কেরালার এর্নাকুলাম জেলার তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের তিন ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।
এছাড়া ভাইরাসটির সংস্পর্শে এসেছিল বলে ধারণা করা ৪০০ জনেরও বেশি লোককে কেরালায় তাদের বাড়িতে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এ অবস্থায় জরুরি বৈঠকে বসেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অন্য প্রতিনিধিরাও।
এর আগে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা দেখা দেয় দিল্লিতে। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিন ব্যক্তি। তবে দিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাড়ে চার হাজারে। শুধু চীনেই নয়, এই ভাইরাস পৌঁছে গেছে তাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মালয়েশিয়ায়। এর আগে বুধবার মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মনির হোসেন নামে (২৪) বছরের এক ভারতীয় যুবক।
-এটি