মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

জামিয়া মিলিয়ার মিছিলে প্রকাশ্যে গুলিতে দেশজুড়ে উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেছিল জামিয়ার শিক্ষার্থীরা। এতে যোগ দেয় সাধারণ মানুষও। সে সময় পুলিশের উপস্থিতিতে মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক।

‘ইয়ে লো আজাদি’ বলে বিক্ষোভকারীদের দিকে গুলি চালায় সে। তাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তার হাতে গুলি লেগেছে। এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড বসায় পুলিশ। মিছিল নিয়ে এগোতে না পারায় রাস্তার ওপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে এক ব্যক্তি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে।

গুলি ছোড়ার সময় বিক্ষোভকারীদের উদ্দেশে বন্দুকধারী হুমকি দেয়, ‘কিসকো আজাদি চাহিয়ে? ম্যায় দুঙ্গা আজাদি। ইয়ে লো আজাদি।’ (কে আজাদি চায়, আমি আজাদি দেব, এই নেয় আজাদি)

ছবি ও ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর পেছনে কিছু দূরেই ছিল পুলিশ টিম। বন্দুকধারীকে বাধা দেয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ করে দেয়া হয়েছে ওই এলাকার যানবাহন চলাচল। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ