আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল দিয়ে গুলি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্রটিও।
জানা গেছে, গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ওয়ারী থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। যে অস্ত্রটি দিয়ে তিনি গুলি করেছিলেন, সেটিও জব্দ করা হয়েছে। আরিফুলের এই অস্ত্রের লাইসেন্স রয়েছে। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর তিনি অস্ত্রটির লাইসেন্স করেন।
গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার মুহা. আসাদুজ্জামান এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান।
ঘটনাটি তদন্তাধীন বিধায় ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানান, আরিফুল ইসলামের গ্রেপ্তারের খবরটি তিনিও শুনেছেন। তবে নিশ্চিত হতে পারেননি। দুপুরের পর থেকেই আরিফুলের ব্যবহৃত মুঠোফোনগুলো তিনি বন্ধ পাচ্ছেন।
-এএ