মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

২০১৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০১ সালে আলোচিত ৯/১১ হামলার দায় আল-কায়েদার ওপর চাপিয়ে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির তালেবান সরকার উৎখাতে বিমান, নৌ ও স্থল হামলা চালিয়ে রেকর্ড সংখ্যক বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।

তথ্যমতে জানা যায়, মার্কিন বিমান বাহিনীর প্রতিবেদন বলছে, আফগানিস্তানের মাটিতে গত দশ বছরের মধ্যে ২০১৯ সালেই সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে। গত বছরে দেশটিতে ৭ হাজার ৪২৩টি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ২০১৮ সালে এ সংখ্যা ছিলো ৭ হাজার ৩৬২টি। অর্থাৎ গেলো বছর আগের বছর থেকে ৬১টি বোমা বেশি ফেলা হয়েছে।

আফগান যুদ্ধ শুরু করেন জর্জ ডব্লিউ বুশ, পরে বারাক ওবামা এসেও যুদ্ধ অব্যাহত রাখেন, এখন ডেনাল্ড ট্রাম্পও যুদ্ধ শেষ করতে পারেননি। বরং তিনি প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে বোমা ফেলার সর্বোচ্চ রেকর্ড গড়েছে মার্কিন সেনারা। ওবামার সময় ২০০৯ সালে আফগানিস্তানে ৪ হাজার ১৪৭টি বোমা পড়েছিল।

বলা হচ্ছে, নানা কারণে আলোচিত ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে আফগানিস্তানে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে মার্কিন বাহিনী। দেশটিতে বোমা ফেলার রেকর্ড সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়ার পর আফগানিস্তানে মার্কিন বাহিনীর হামলার সংখ্যা বেড়েছে। সর্বশেষ গত রোববারও দেশটিতে বোমা হামলায় সাতজনের মৃত্যু হয়, যার মধ্যে তিন শিশু ছিল। সূত্র: দ্যা মুসলিম নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ