বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

২০১৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০১ সালে আলোচিত ৯/১১ হামলার দায় আল-কায়েদার ওপর চাপিয়ে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির তালেবান সরকার উৎখাতে বিমান, নৌ ও স্থল হামলা চালিয়ে রেকর্ড সংখ্যক বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।

তথ্যমতে জানা যায়, মার্কিন বিমান বাহিনীর প্রতিবেদন বলছে, আফগানিস্তানের মাটিতে গত দশ বছরের মধ্যে ২০১৯ সালেই সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে। গত বছরে দেশটিতে ৭ হাজার ৪২৩টি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ২০১৮ সালে এ সংখ্যা ছিলো ৭ হাজার ৩৬২টি। অর্থাৎ গেলো বছর আগের বছর থেকে ৬১টি বোমা বেশি ফেলা হয়েছে।

আফগান যুদ্ধ শুরু করেন জর্জ ডব্লিউ বুশ, পরে বারাক ওবামা এসেও যুদ্ধ অব্যাহত রাখেন, এখন ডেনাল্ড ট্রাম্পও যুদ্ধ শেষ করতে পারেননি। বরং তিনি প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে বোমা ফেলার সর্বোচ্চ রেকর্ড গড়েছে মার্কিন সেনারা। ওবামার সময় ২০০৯ সালে আফগানিস্তানে ৪ হাজার ১৪৭টি বোমা পড়েছিল।

বলা হচ্ছে, নানা কারণে আলোচিত ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে আফগানিস্তানে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে মার্কিন বাহিনী। দেশটিতে বোমা ফেলার রেকর্ড সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়ার পর আফগানিস্তানে মার্কিন বাহিনীর হামলার সংখ্যা বেড়েছে। সর্বশেষ গত রোববারও দেশটিতে বোমা হামলায় সাতজনের মৃত্যু হয়, যার মধ্যে তিন শিশু ছিল। সূত্র: দ্যা মুসলিম নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ