আওয়ার ইসলাম: জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপ্যাল ও বেফাক সহসভাপতি এবং আল-হাইয়াতুল উলয়া এর অন্যতম দায়িত্বশীল মাওলানা আনোয়ার শাহ এর মৃত্যুতে জমিয়ত নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস, নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে ইসলামী শিক্ষার সম্প্রসারণ এবং ঈমান-আকিদা সংরক্ষণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিকালে তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা অপূরণীয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
-এটি