সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


নতুন করে এমপিওভুক্ত হচ্ছে আরো ৫৫৬টি আলিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুতন করে এমপিওভুক্ত হচ্ছে দেশের আরও ৫৫৬টি আলিয়া মাদরাসা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ এমপিওভুক্তি প্রক্রিয়াধীন রযেছে।

গত সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৭ হাজার ৬২৪টি এবং এমপিওবিহীন মাদরাসার সংখ্যা ১ হাজার ৯১২টি। এমপিওভুক্ত মাদরাসার ছাত্র সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৮১২ জন, ছাত্রী ১ লাখ ১৮ হাজার ৫১ জন। এমপিওবিহীন মাদরাসায় ছাত্র সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৭২৪ জন ও ছাত্রী ১ লাখ ৮৭ হাজার ৮৯ জন।’

তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরে নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে। এ ক্ষেত্রে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের ভিতকে মজবুত করে একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়া করার সুযোগ থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ