সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


দেশে ক্যাসিনোর প্রবক্তা জিয়াউর রহমান: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য মতিয়া চৌধুরী অভিযোগ করে বলেছেন, দেশে ক্যাসিনো ব্যবসার প্রচলন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

মতিয়া চৌধুরী বলেন, দেশে মদ, জুয়া এগুলো নিষিদ্ধ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ক্যাসিনো ব্যবসা চালু করেছিলেন জিয়াউর রহমান। তিনি অন্যদিকে দেশের মানুষের মন রক্ষার জন্য সংবিধানে বিসমিল্লাহও যুক্ত করেছেন।

তিনি বলেন, বিএনপি হত্যা, ধ্বংস ও ষড়যন্ত্রের রাজনীতি করে। তাদের উচিত আলোর পথে এসে গণতন্ত্রের চর্চা করা।

সিনিয়র এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু পায়। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলছে। পাকিস্তানও আজকাল সুইজারল্যান্ড নয় বরং বাংলাদেশ হতে চায়।

আরেক সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, দেশে উন্নয়ন যেমন হচ্ছে তেমনি বৈষম্যও বাড়ছে। ব্যাংকের টাকা লুট হওয়ার কারণে গ্রাহকরা তাদের ঋণের টাকা ফেরত পাচ্ছে না। ঋণখেলাপিদের সঙ্গে মিলে একশ্রেণির আমলা ও রাজনীতিবিদরা টাকা লুট করে সেগুলো বিদেশে পাচার করে দিচ্ছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে ভাবার সময় হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ