আওয়ার ইসলাম: জেএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডের ৩১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী।
আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।
২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৩১ ডিসেম্বর। এতে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৭২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১৮ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।
সূত্রমতে জানা যায়, ফেল করা ১৯০ জন শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে পাস করেছে। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন। ঢাকা বোর্ডে ৩৯ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ৫৪ হাজার ৬২৯টি খাতা চ্যালেঞ্জ করে জেএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।
এবার জেএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
-এটি