সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


‘এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম,আল-হাইয়্যাতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির,উপমহাদেশের প্রখ্যাত আদিব, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক শাইখুল হাদিস ওয়াল আদিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ,শায়খুল হাদিস আল্লামা সোলাইমান নোমানী।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, শাইখুল হাদিস ওয়াল আদব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব।

তিনি ছিলেন ময়মনসিংহ বিভাগের সকল ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রান মানুষদের মাথার মুকুট। উনার বাবা ছিলেন প্রয়াত সাংসদ ও বিশিষ্ট বুজুর্গ আল্লামা আতাহার আলী রহ.। যিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহির খাছ খলিফা। বাংলাদেশের আলেম সমাজ আরেক মুরব্বীহারা হলেন। আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক,আমিন।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর