আওয়ার ইসলাম: দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ৷
আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা, ওয়াজ-তাফসীর ও মানব সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যাপক অবদান রেখেছেন৷ বর্ণাঢ্য জীবনে বহুমুখী কর্মতৎপরতা পরিচালনা করেছেন৷ মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে দেশ-বিদেশে কথা বলেছেন। তার ইন্তেকালে জাতি হারালো একজন মহান রাহবার।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন ও শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুক ৷
-এটি