সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


'আমলদার আলেমদের উ‌ঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উ‌ঠিয়ে নেয়া হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প‌রিচালক ও শাইখুল হাদীস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি, বর্ষীয়ান আলেমেদীন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আমিরে হেফাজত, আল্লামা শাহ আহমদ শফী।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। একে একে ইলম ও আমলদার আলেমদের উ‌ঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উ‌ঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

আমিরে হেফাজত আরো বলেন, কি‌শোরগ‌ঞ্জের অ‌ভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গ‌ণ একজন যোগ্য ও দরদী অ‌ভিভাবক হারালো। উনি অনুপম ব্য‌ক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বি‌শেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়ে‌ছিলেন। দে‌শব্যাপী শিক্ষা-সংস্কৃ‌তি, ঈমান-আকিদা সংর‌ক্ষণে উনার অবদান ও ত্যাগ ই‌তিহাস হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান ক‌রুন!

-এএ


সম্পর্কিত খবর