সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে হাতিরঝিল বানাবো: মিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে তিনি বুড়িগঙ্গা নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার করে হাতিরঝিলের মতো করে সাজাবেন। রোববার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সাইফুদ্দিন আহমেদ মিলন রোববার রাজধানীর মালিবাগ, কমলাপুর, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, মীরহাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, নয়াবাজার, ইংলিশ রোড, বংশাল, হাজারীবাগ, নবাবগঞ্জ বাজার, বালুরঘাট ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও পথসভা করেছেন। জনগণকে তিনি ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

বুড়িগঙ্গা নদী ও এর আশেপাশের এলাকাকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, নদীর দু'পাড়ে অনেক ভূমিদস্যু সরকারি জমি দখল করে রেখেছে। সেগুলো দখলমুক্ত করা হবে। বুড়িগঙ্গার পানি যারা দূষিত করছে তাদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। নদীর পানি পরিষ্কারে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। হাতিরঝিলের আদলে বুড়িগঙ্গাকে সাজানো হবে।

তিনি আরো বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। মেয়র নির্বাচিত হলে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন।

এসময় সাইফুদ্দিন আহমেদ মিলনের সাথে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আজম, মহানগর জাপা নেতা এমএ সোবহান, মাহবুবুর রহমান খসরু, সারোয়ার হোসেন, চৌধুরী মিজান, হিরো বাবুল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ