সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


সিটি নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রস্তুত ইসি: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সম্মেলন কক্ষে ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সচিব মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান।

এ সময় নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহায়তা কামনা করেন ইসি সচিব। আর সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচনি কর্মকর্তা‌দের বাড়াবাড়ির অভিযোগও করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে ইসি সচিব মোহাম্মদ আলমগীর বলেন, আচরণ বিধিতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের সেসব ক্ষমতা দেয়া হয়েছে সেগুলো অবশ্যই কর্মকর্তা‌দের অনুসরণ করতে হয়। সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী ভোট কক্ষের ছবি নেয়া যাবে। তবে সেখান থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না। রাজধানীতে ৩০ জানুয়ারি রাত ১২ থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬ পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। তবে সাংবাদিকরা কমিশনের স্টিকার ও নির্বাচনি কার্ডসহ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ