আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) অভ্যন্তরেই কোনাে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’
আজ রোববার ইসিতে এক প্রেস ব্রিফিংয়ে তার দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি মাবুব তালুকদার আরো বলেন, আমরা কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই। এটি আমাদের কর্মকাণ্ডে দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয়। কিন্তু ঢাকা সিটি নির্বাচনে কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা দরকার, তা হচ্ছে না।
নির্বাচনের তফসিল ঘোষণার এখন পর্যন্ত কমিশনের তিনটি সভা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এসব সভায় কোনােটিতেই ঢাকা সিটি নির্বাচনে আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযােগের বিষযে কোনাে আলােচনা হয়নি। কোনাে কমিশন সভার এজেন্ডয় এসব বিষয় রাখাই হয়নি।
ইসির ঘোষিত পুন:তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙঘন এবং লেভেল প্লেয়িং ফ্লিল্ড নেই বলে অভিযোগ করে আসছেন বিএনপির প্রার্থীরা। এছাড়া ইসি এবার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়ার কথা জানালেও বেশির ভাগ প্রার্থীর এতে আপত্তি জানিয়েছে।
-এটি