সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া বাংলাদেশিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাজার নামাজ শেষে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ-মিছিল বের করা হয়। এতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

নামাজে অংশ নেয়া ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার রাকিব বলেন, ‘দিনকে দিন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বিনা বিচারে ও বিনা অপরাধে হত্যার পরিমাণ বেড়েই চলেছে। এক্ষেত্রে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যা করছে।

অথচ এ ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৩৫০ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুধু গত ২৫ দিনেই বিএসএফের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ