মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ছাড়লেন লিবিয়ার খলিফা হাফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিকভাবে শক্তিশালী লিবিয়ার পূর্বাঞ্চলীয় নেতা জেনারেল খলিফা হাফতার দেশটির নয় মাসের যুদ্ধের অবসানে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান ফয়েজ আল-সরাজের ইতোমধ্যে স্বাক্ষর করা চুক্তিটি দেখার জন্য হাফতারকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বলা হলেও তিনি এটি স্বাক্ষর না করেই রাশিয়া ত্যাগ করেন। এর আগে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সোমবার মস্কোয় পৌঁছান ফয়েজ আল-সরাজ ও জেনারেল হাফতার।

ন্যাটো সমর্থিত গৃহযুদ্ধে দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে নিহত হওয়ার পর থেকেই তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার এ দেশে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে।

আর এ সংঘাত নিরসনের প্রচেষ্টায় বর্তমানে অনেক বিদেশি শক্তি কাজ করে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি সই করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছে আসছে রাশিয়া ও তুরস্ক।

ত্রিপোলিতে জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ঐক্য সরকার (জিএনএ) গত এপ্রিল থেকে শক্তিশালী খলিফা হাফতারের অনুগত বাহিনীর হামলার শিকার হয়ে আসছে। লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে হাফতারের হাতে। গত ৬ জানুয়ারি হাফতারের বাহিনী কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশটির উপকূলীয় সিরত নগরী দখল করে নেয়।

জিএনএ প্রধান ফয়েজ আল-সরাজ অতীতের অনৈক্য ভুলে গিয়ে দেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে লিবীয়দের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ জানায়, ত্রিপোলির ওপর হামলা শুরুর পর থেকে ২৮০ বেসামরিক নাগরিক ও প্রায় দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় প্রায় এক লাখ ৪৬ হাজার লোক গৃহহীন হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ