শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ফেসবুকে আজহারী ও আমির হামজার ওয়াজ শেয়ার করলেন তসলিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত-সমালোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ও আমির হামজার ওয়াজের পৃথক দু’টি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

একটি  " target="_blank" rel="noopener noreferrer">ভিডিওতে দেখা গেছে, মাওলানা আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করে বলছেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারেন নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া নেয়া হয়েছিল।’ ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে। আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে 'বোরকা' পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

তসলিমার শেয়ার করা ‘বোবা হয়ে গেলেন তসলিমা নাসরিন । মুফতি আমির হামজা ওয়াজ’’ শিরোনামে অন্য আরেকটি ভিডিওতে বক্তা মুফতি আমির হামজাকে তসলিমার সমালোচনা করতে দেখা গেছে।

এই " target="_blank" rel="noopener noreferrer">ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ওয়াজবাজগুলো ট্যালেন্টেড। যেমন অভিনয়, তেমন গানের গলা। গ্রামে গ্রামে আগে যেমন যাত্রা পালা কবিগান হতো, ওরকম এখনো হলে এরা করে খেতে পারতো। কিছু নেই বলে ধর্মের নামে লোক ঠকানো ব্যবসা ধরেছে।’

এছাড়াও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ও আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর বক্তব্যের দগুটি ভিডিও ক্লিপ শেয়ার করে সমালোচনা করেছেন তসলিমা। তার স্ট্যাটাসে মুহুর্তেই ফেসবুক সরগরম। পক্ষে-বিপক্ষে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তসলিমা নাসরিনের মতো বিতর্কিত লেখিকা বাংলাদেশের ওয়ায়েজদের নিয়ে কথা বলার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন অনেক নেটিজেন।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ