বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী জাতিসংঘের সমকামী দূত ও কার্যালয় স্থাপন বাতিলের দাবি খেলাফতের ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত তাবেলা সিজার হত্যা : তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস হযরত মুহাম্মদ (সা.) -এর অবমাননা একটি উসকানিমূলক ও ঘৃণিত কাজ জামেয়া ইসলামিয়া মুনশীবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ১২ জুলাই মুহতামিম সম্মেলন সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা শুটকি মাছের পুষ্টিগুণ ইরানে বিভাজন সৃষ্টির কৌশল ব্যর্থতার পথে: আমেরিকান ওয়েবসাইট গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন

শিল্পী আবু রায়হানের নতুন নাশীদ 'সফর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান ।।

আবু রায়হান। একজন নাশীদ শিল্পী। ইসলামিক নাশীদের শ্রোতা কিন্তু আবু রায়হানের কণ্ঠ শুনেনি এ দেশে এমন শ্রোতা পাওয়া কঠিন। নাশীদ গেয়ে আবু রায়হান দেশ বিদেশে সুনাম -খ্যাতি অর্জন করছে সেই শৈশবেই৷ শৈশব কৈশোরের চৌহদ্দি পেরিয়ে এখন টগবগে যুবক। এখনো প্রতিনিয়ত তার দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ করে যাচ্ছেন সুরের মূর্চ্ছনায়।

আমরা মুসাফির। আছি সফরে। পারাপারের যাত্রী আমরা। সেই সফরের মুহুর্তটাকে আমরা অনেকেই ভুলে যাই।ভুলে যাই পরকালের পাথেয় অর্জনের কথা, ভুলে যাই প্রভুর স্মরণ।

শিল্পী আবু রায়হানের এবারের পরিবেশনায় ছিল 'সফর' নামক নাশীদ। যা আত্মভোলা মানুষদের বিবেকে করাঘাত করেছে। স্মরণ করিয়ে দিয়েছেন 'সফরের কথা।

গত ১৭ অক্টোবর বিকাল চারটায় তার নিজস্ব ইউটিউব চ্যানেল 'Abu Rayhan Official আপলোড করেন এই নাশীদ।

ইতোমধ্যে তার সফর নাশীদটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একদিনেই নাশীদটি লক্ষাধিক দর্শক শ্রোতার ভালোবাসা পেয়েছে।

চমৎকার এই নাশীদটি লিখেছেন এবং সুর করেছেন গীতিকার আহমাদ আব্দুল্লাহ। ভিডিওর কাজ করেছেন এইচ আল হাদী। সাউন্ডের কাজ করেছেন শাহজাদ,এবং রেকর্ডের কাজ করেছেন কলরব শিলী মাহফুজ আলম।

ভিন্নধর্মী এই নাশীদের ভিডিও ধারনের কাজ করা হয়েছে কক্সবাজার, ইনানী, হিমছড়ি, উত্তরা এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো সুদর্শন জায়গাগুলোতে।

ভিডিও দেখতে-

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ