বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা ইসলামবিরোধী নারী কমিশন নিয়ে আলোচনা করতে খতিবদের প্রতি হেফাজতের আহ্বান

সুইডেনের চার্চে কারি সাদ নোমানীর কুরআন তিলাওয়াতে মুগ্ধ খিস্টানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ কারি মাওলানা মুহাম্মদ সাদ নোমানি সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জায় শত শত খ্রিস্টান ও যাজকদের সামনে সুন্দর সুরে কুরআন তিলাওয়াত করলে উপস্থিত সবাই অভিভূত হয়ে যায়।

পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জংয়ের বরাতে জানা যায়, পাকিস্তানের এ কারির কুরআন তিলাওয়াতে সুইডিশ গির্জার খ্রিস্টান ও যাজকরা অভিভূত হয়েছিলেন।

তিনি গত বছর প্রথমবারের মতো সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জার কুরআন তেলাওয়াত করেছিলেন। এর পরে, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছিলেন।এ বছরও সুইডেনের কেন্দ্রীয় গির্জার প্রশাসন বিশেষভাবে মাওলানা কারি মুহাম্মদ সাদ নোমানী কে আমন্ত্রণ জানায়।

তারা তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু করার প্রথা চালু করে। সে অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়।

সুইডেনের সাধারণ মুসলমানরা, বিশেষত পাকিস্তানি মুসলমানরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমে কুরআনের বাণী মুসলমানদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ও বিদ্বেষ হ্রাস করতেই সহায়তা করে না, বরং ইসলামের শিক্ষার প্রতিও অনুপ্রাণিত করছে। সেই সঙ্গে ইসলাম গ্রহণ করছে অসংখ্য অমুসলিম।

মাওলানা সাদ নোমানী বলেন, বিভিন্ন দেশে পবিত্র কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, তবে সুইডিশ গির্জার অমুসলিমদের মাঝে কুরআন তিলওয়াত করতে গিয়ে অমাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ছিলেন খ্রিস্টান।

আল্লাহ পাকের মাহান এ কুরআনের তিলাওয়াত শুনে তাদের চোখ ধাঁধিয়ে যায়, আমি তাদের চোখে পানি দেখেছি। তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন গত বছর। এ বছরও অনেকে ইসলাম গ্রহণে আগ্রহ দেখেছি।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ