শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


পিস্তল দেখিয়ে হুমকি, ঢাবির হল থেকে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্ষ দখলের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দুই ছাত্রকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক এবং আইআর বিভাগের ছাত্র। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন এবং দর্শন বিভাগের ছাত্র।

জানা গেছে, সন্ধ্যায় ৩১২ নম্বর রুম দখল করাকে কেন্দ্র করে ছাত্রলীগের মুহসীন হল শাখার ছাত্রবিষয়ক সম্পাদক মো. রিয়াজ ও মুহসীন ছাত্র সংসদের বহিরাঙ্গণ সম্পাদক মুহা. জাহিদুলসহ কয়েকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়া হয়। এসময় প্রভোস্ট ও প্রক্টরকে খবর দেয়া হলে তারা পুলিশ নিয়ে আসেন।

প্রভোস্ট ড. মুহা. নিজামুল হক ভুইয়া জানান, তাদের কক্ষ থেকে ফেন্সিডিল, সিসিক্যামেরা, হাতুড়ি, লাঠি, ল্যাপটপ, স্টিলের পাইপ এবং গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। তাদের আগে বিভিন্ন অপকর্মের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ