মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মিসরে ১ হাজার ৩০ জন হাফেজকে সংবর্ধনা বিএনপির প্রার্থী তালিকায় নেই প্রভাবশালী অনেকের নাম প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর 

গাজীপুরে হাফেজ আবশ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর জেলার পশ্চিম জয়দেবপুরের ইসলামবাগে মাদরাসাতুল মানসুর বাংলাদেশ এর হিফজ বিভাগে একজন শিক্ষক নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা: ১. প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ২. হিফজের সাথে দাওরা পাশ হলে অগ্রাধিকার। শরহেবেকায়ার নিচে হলে যোগাযোগ নিষ্প্রয়োজন। ৩. মশক করাতে হবে। ৪. দীর্ঘদিন জমে মেহনত করার মানসিকতা থাকতে হবে৷ আমল আখলাক ভালো হতে হবে।

৫. মোবাইলে পড়া শোনা হবে না। আগ্রহীদের সরাসরি মাদরাসায় আসার অনুরোধ করা হল। ৫. বয়স ৩০+ অগ্রাধিকার। ২৬ এর নিচে হলে যোগাযোগের প্রয়োজন নেই।

বেতন ভাতা ও বোনাস: ১. আপাতত মাসিক বেতন ১০০০০/- দেয়া হবে৷ আগামী জানুয়ারিতে ২০০০/- এবং আগামী রমজানের পর আরও ৩০০০/- বৃদ্ধি করে মোট বেতন ১৫০০০/- দেয়া হবে। ২. দুই ঈদে বোনাস দেয়া হয়। ৩. আপৎকালীন সহযোগিতা করা হয়। ৪. প্রতি মাসে শুক্রবারসহ চারদিন ছুটি রয়েছে।

যোগাযোগ: মাদরাসার প্রিন্সিপাল মহিউদ্দিন কাসেমী, ০১৭১৪২১৬৮১৫। যাতাযাত: গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুব বাসস্টেশনের একটু পশ্চিমে ইসলামবাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ