সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু

মোদিকে ‘জাতির জনক’ বলায় ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বললেন ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জাতির জনক বলায়’ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে ট্রাম্প ভারতের জাতির জনক বলে অভিহিত করায় এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন আসাদুউদ্দিন ওয়াইসি।

সূত্র মতে জানা যায়, ট্রাম্পকে ‘অশিক্ষিত' বলে অভিহিত করে ওয়াইসি বলেন, জাতির জনক’ উপাধি কেবল মহাত্মা গান্ধীর জন্যই সংরক্ষিত। যিনি ভালবাসা, বহুত্ববাদ ও ভাতৃত্বের টানে গােটা দেশকে বাঁধতে চেযেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। গান্ধী ও ভারত সম্পর্কে তার কোনাে জ্ঞানই নেই।

মােদির আমেরিকা সফরের সময় গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে মােদির ভূয়সী প্রশংসা করে তাকে ‘ফাদার অব ইন্ডিয়া' বলে অভিহিত করেন।

এরপরই ট্রাম্পের ওই মন্তব্যের তীব্র সমালােচনা করেছেন বিরােধীরা। ওয়াইসি বলেন, ট্রাম্প মহাত্মা গান্ধীজি সম্পর্কে জানেন না। গান্ধীজী জাতির জনক উপাধি অর্জন করেছিলেন। মােদি কখনােই জাতির জনক হতে পারেন না।

ট্রাম্প অবশ্য বিখ্যাত মার্কিন গায়ক এলভিস প্রেসলির সঙ্গে মােদির তুলনা করায় ওয়াইসি তাঁর সমর্থন করেছেন। ট্রাম্প বলেন, নরেন্দ্র মােদি একসঙ্গে অনেক মানুষকে মাযেত করার ক্ষমতা রাখেন।

কোনাে বিরাট জমায়েতকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার ক্ষমতা মােদির আছে। ঠিক যেন এলভিস প্রেসলি। এ প্রসঙ্গে ফের কটাক্ষের সুরে ওয়াইসি বলেন, এলভিস প্রেসলিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ভাল কাজই করেছেন।

আমি শুনেছি, ভাল গান গেয়ে দর্শকাসনকে জমিয়ে রাখার ক্ষমতা এলভিসের ছিল। আমাদের প্রধানমন্ত্রীও সমাবেশে ভাল চোখা চোখা বক্তব্য রাখেন!

ট্রাম্প নরেন্দ্র মােদি ও ইমরান খানের সঙ্গে দ্বিমুখী থেলা থেলছেন, আমাদের তা বুঝতে হবে বলেও আসাদউদ্দিন। ওযাইসি মন্তব্য করেছেন। ওয়াইসির কটাক্ষে ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প যে প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন তা অনেকের সহ্য হচ্ছে না।

যদি কোনাে বিদেশি রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাতে। সকলের খুশি হওয়া উচিত। বুঝতে পারছি না এই খুশিতে ভারতীয়দের একাংশের কেন সমস্যা হচ্ছে।

কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন থাডোর ছেলে ও কর্ণাটক সরকারের সাবেক মন্ত্রী প্রিয়াঙ্ক থাডেগ বলেছেন, জাতির জনক কে তা কী এবার আমেরিকা ঠিক করবে? সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ