সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভারতের মুসলিমদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন, পাকিস্তানকে মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের মানুষদের ওপর নিপীড়ন ও দেশটির আসাম প্রদেশে এনআরসির মাধ্যমে লাখো মানুষকে দেশছাড়া করার পরিকল্পনার বিরুদ্ধে শুরু থেকেই সরব প্রতিবেশী দেশ পাকিস্তান।  জাতীসংঘ পর্যন্তও অভিযোগের খাতা নিয়ে হাজির হয়েছেন ইমরান খান।

তবে এ বিষয়টি ভালোভাবে দেখছেন না ভারতের সবচে’ বড় ও প্রাচীন ইসলামভিত্তিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ। সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী ভারতের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলায় পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন।

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে উদ্দেশ্য করে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেছেন, ২০০৮ সালে আমি আপনাকে বলেছিলাম, আপনি আপনার দেশের মানুষদের নিয়ে চিন্তা-ভাবনা করুন। ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

সোমাবর (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় সাংসদ এবং ভারতের ইসলামী ব্যক্তিত্বদের যৌথ সংবাদ সম্মেলনে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি এসব মন্তব্য করেন।

মাওলানা মাদানী বলেন, আমি আজ আবারও বলছি, পাকিস্তানে যেকোন সমস্যা হলে সেটার সমাধান আপনারা যেভাবে ইচ্ছে করতে পারেন। আপনাদের মর্জি অনুযায়ী করতে পারেন। তবে ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

তিনি বলেন, ভারতের মুসলমানদের যে কোন বিষয়ে পাকিস্তানিরা কথা না বললেই ভালো হয়। ভারতে মুসলমানদের ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করবেন না আপনারা। এপর্যন্ত আপনারা ইসলামের নামে, জিহাদের নামে দক্ষিণ এশিয়ায় যে সব বিশৃঙ্খলা করেছেন, এখন ভারতের মুসলামনদের ব্যবহার করে সারা বিশ্বে যা করতে চাচ্ছেন, আমরা এর জবাব দিতে পারি।

এর আগে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মাহমুদ মাদানী এক বক্তব্যে বলেছিলেন, ‘কাশ্মীরকে সব সময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে জমিয়তে উলামায়ে হিন্দ। তাই কাশ্মীরে মানবাধিকার রক্ষা নিয়ে উদ্বিগ্ন আমরা।’

পাশাপাশি পাকিস্তানের কড়া সমালোচনাও করেছিলেন মুসলিম সংগঠনটির এ নেতা। তিনি বলেছিলেন, ‘কাশ্মীরের মানুষের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে পাকিস্তান এ উপত্যকাকে ধ্বংস করে দিতে চাইছে। কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নিলেও আমাদেরই থাকবে। না তুলে নিলেও আমাদেরই থাকবে। জুম্মু-কাশ্মীরের অধিবাসী মানেই ভারতীয়।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ