সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জেরুসালেম মুসলিম বিশ্বের সম্মান, নিউইয়র্কে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পবিত্র নগরী জেরুসালেম মুসলিম বিশ্বের সম্মান, পূণ্যময়ী এই নগরীর অধিকার প্রতিষ্ঠায় কোন অপশক্তি বা যেকোন রকমের হুমকি আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা ফিলিস্তিন এবং জেরুসালেমের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো-এই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ডেইলি সাবাহ জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে অংশগ্রহণের পরে সেখানে বসবাসরত তুর্কী এবং মুসলিমদের সঙ্গে মতবিনিময়কালে এরদোগান এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, জেরুসালেমের বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিমদের জন্য নয় বরং বিশ্বের প্রতিটি মুসলিমের জন্য জেরুসালেম সম্মান ও মর্যাদার প্রতীক। এটা আমাদের প্রথম কিবলা।

এরদোগান গুরুত্বারোপ করে বলেন, জেরুসালেম ইস্যুকে তুরস্ক 'রেড সিগন্যাল' বিবেচনা করে। তুরস্ক বিশ্বাস করে জেরুসালেমের অধিকার প্রতিষ্ঠা থেকে পিছপা হওয়ার অর্থ হলো, মানবিক মূল্যবোধ, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা থেকে বিরত থাকা। আমাদের উচিত গাজায় নজর ফেরানো, কিভাবে সেখানে মুসলিমদের উপর ইহুদিরা গণহত্যা চালাচ্ছে।

মানবতার বন্ধু তুরস্কের বিশ্বব্যাপী অবদানের কথা স্মরণ করে এরদোগান বলেন, অনেকের বিরোধিতা সত্ত্বেও সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যা এবং মিশরের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি-হত্যার আসল রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছি। আসলে আমরা সবসময় মাজলুমদের পাশে থাকতে চাই।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, মাজলুমদের সাহায্য করার ক্ষেত্রে তুরস্ক আজ বিশ্বের রোল মডেল। অন্তত ৩৬ লক্ষ সিরীয়কে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। এদের সবাই মুসলিম তাও না বরং এদের সঙ্গে খৃষ্টানসহ অন্যান্য ধর্মাধর্মাবলম্বীরাও রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ