সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

বোরকা পরে আসায় মুসলিম ছাত্রীকে ডিগ্রী দিলনা কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে বোরকা পরে আসার কারণে মুসলিম ছাত্রীকে ডিগ্রি দেয়নি কলেজ ।ভারতের ঝাড়খণ্ডের রাঁচির মারওয়াড়ি কলেজের সেরা ছাত্রীর সঙ্গে এরকম আচরন করেছে ওই কলেজের কতৃপক্ষ।

নিশাত ফতিমা নামে মারওয়াড়ি কলেজের ওই ছাত্রী সমাবর্তন অনুষ্ঠানে বোরকা পরে এসেছিলেন । পরীক্ষায় প্রথম হওয়ায় অনুষ্ঠানে স্বর্ণ পদক গ্রহণ করার কথা ছিল তার। পরিবারের সঙ্গে অপেক্ষা করছিলেন তিনি। নাম ঘোষণা হওয়ার পর পদক নিতে এগিয়ে আসেন তিনি।

তখনই জানা যায়, বোরকা পরে অনুষ্ঠানে এসেছেন ফতিমা। তখন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কলেজের ড্রেস-কোড পরে আসেননি ওই ছাত্রী ফাতিমা। এই কারণে অনুষ্ঠানে তাকে কোনো ডিগ্রি দেয়া হবে না।

ওই ছাত্রীর বাবা মুহাম্মাদ ইকরামুল হক এর প্রতিবাদ করেন। জানান, মুসলিম রীতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরা যায়।

কলেজের তরফে জানানো হয়েছে, ছেলেদের জন্য সাদা কুর্তা-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালওয়ার স্যুট বা শাড়ি-কে ড্রেস-কোড হিসেবে ঠিক করা হয়েছিল। সেই মতো নির্দেশিকাও জারি করা হয়। এরপরও তা মানা কলেজের নিয়মভঙ্গের সমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ