আওয়ার ইসলাম: আগামী বছর থেকে শিক্ষার্থীরা পাচ্ছে ইউনিক আইডি। এ আইডির মাধ্যমে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত দেশে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছে প্রায় তিন কোটির মত। বেশিরভাগ শিক্ষার্থীর তথ্যই মন্ত্রণালয়ের কাছে নেই।
এ অবস্থায় সরকার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কমন আইডি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আইডি দিয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগ পর্যন্ত সকল কাজ পরিচালনা করবে তারা।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি দিবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই আইডি দিয়ে স্কুলে ভর্তি, উপবৃত্তিসহ সব কার্যক্রম পরিচালিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। এই আইডি দেয়া হলে আমরা বুঝতে পারব শিক্ষার্থী ঝড়ে পড়ছে অথবা পড়ছে না।
৬ষ্ঠ শ্রেণী থেকে এই আইডি দিবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ব্যানবেইস। এই আইডি দিয়ে সহজেই দেখা যাবে কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকছে, দেখা যাবে তাদের পরীক্ষার ফলও।
ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, আমরা তখন এক ক্লিকেই দেখতে পারব শিক্ষার্থীদের সবকিছু। শিক্ষার্থীদের খোজখবর পুরোপুরিভাবে রাখা যাবে।
শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর তথ্যও একটি সফটওয়ারে রাখবে মন্ত্রণালয়। এতে প্রতিষ্ঠানগুলোর অনিয়ম অনেকটা কমে যাবে এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মত সংশ্লিষ্টদের।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        